অনেক সময় মনে হয়, আপনার আইডি হ্যাক করে, অন্য কেউ ব্যবহার করেছেন বা মাঝমধ্যে করছেন। মনে এ নিয়ে সন্দেহ থেকেই যায়। নিশ্চিত হতে পারেন না। আবার এমন অনেকেই আছেন, যাঁদের একাধিক আইডি রয়েছে। কাজের প্রয়োজনেই সেই আইডি করে রাখা। সবসময় সব আইডি যে ব্যবহার হয়, তা-ও কিন্তু নয়। ফলে, আপনার অগোচরে কোনও আইডি হ্যাক করে কেউ মেল চালাচালি করছেন কি না, তা নজরে রাখা অসম্ভবই।
সেই আপাত অসম্ভব কাজটাই সাধন করেছে Haveibeenpwned.com নামে একটি সাইট। এই সাইটটিতে গিয়ে জাস্ট নিজের আইডি লিখলেই কেল্লাফতে। আইডিটি হ্যাক হয়েছে কি না, সহজেই জেনে যাবেন। চারদিকে যখন প্রচুর জন আইডি হ্যাকের শিকার হচ্ছেন, যখন আইডি হ্যাক করে গোপন তথ্য পাচার হয়ে যাচ্ছে, তা মাথায় রাখলে, এ ধরনের একটি সাইটের গুরুত্ব উপেক্ষা করা যায় না।
সারা বিশ্বব্যাপী হ্যাক হওয়া বিভিন্ন আইডি ও সাইটের বিষয়ে বিস্তারিত তথ্যও এর ভাঁড়ারে মজুদ রয়েছে। আপনার আইডির নাম লিখলেই, তা মিলিয়ে দেখে আপনাকে দ্রুত জানিয়ে দেবে। যে কারণে এর মধ্যে প্রবল জনপ্রিয়ও হয়ে উঠেছে সাইটটি। অনলাইনে অনেকেই নিজের আইডি-টি মিলিয়ে দেখে নিচ্ছেন।