নতুন উইন্ডোজ ১০ দেবার পর আপনার পিসি কি স্লো কাজ করছে? সমাধান এখানে!

নতুন উইন্ডোজ ১০ আসার পর সবাই বেশ তরিঘরি করে তাদের পিসিতে সেটআপ করে নিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই নতুন উইন্ডোজের সেটিং ঠিক মতো বুঝতে পারছে না, আবার সঠিক কনফিগার না জানা থাকার কারনে অনেকেরই পিসি স্লো কাজ করছে।
এই বিরক্তিকর ঝামেলা থেকে আপনাকে মুক্তি দিতে আজকের এই পোস্ট। চলুন দেখে নেই কি করে সমাধান করা যায়-
১। প্রথমে স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেলে যান।
২। কন্ট্রোল প্যানেলের সার্চ বার থেকে “Performance” লিখে সার্চ করুন।
৩। এবার সেখান থেকে “Adjust the appearance and performance of Windows” অপশনটি খুঁজে বের করুন।
৪। তারপর Advanced এ ক্লিক করে Change অপশনটিতে ক্লিক করুন।
windows-10-slow-performance-issue
৫। এবার প্রথম যে অপশনটি দেখছেন সেটার থেকে টিক উঠিয়ে দিন “Automatically manage paging file size for all drives.”
৬। এবার C ড্রাইভ সিলেক্ট করে কাস্টম সাইজ টি নির্বাচন করে উইন্ডোজের ডিফল্ট সাজেশন অনুযায়ী Initial Size এবং Maximum Size টি ঠিক করে নিন।
windows-10-slow-performance-issue-
৭। এবার সেট তারপর ওকে করে সেটিংসটি সেভ করে নিন।
৮। পরবর্তী এবং শেষ পদক্ষেপ হচ্ছে রিস্টার্ট। আপনার পিসিটি রিস্টার্ট করুন এবং সম্পূর্ণ রুপে অন না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
কেমন চলছে এবার? আগের থেকে ফাস্ট না? জানাবেন কমেন্ট বক্সে।
8 comments

ONE RESPONSE

  1. SUJON KHAN05/11/2015 Reply

ADD A COMMENT

Your email address will not be published. Required fields are marked *

 
 

Disqus Shortname

Comments system